(কবিতা/গান)


আশা নিয়ে শুধু-ই বাঁচা
আমি আর চাই না চাই না
না কি তুমি হয়ে গেছ
অন্য কারো সু-নয়না
আশা নিয়ে শুধু-ই বাঁচা
আমি আর চাই না চাই না।


ফুলের মালা হাতে নিয়ে
তুমি আর আসলে না
দিবা নিশি যায় যে একা
তুমি হলে নাকি অন্য কারো খেলনা
আশা নিয়ে শুধু-ই বাঁচা
আমি আর চাই না চাই না।


ফাগুন এলেই হলদে শাড়ি
পড়তে তোমায় আর দেখি না
খোপায় গাঁদা ফুল জড়িয়ে
তুমি আগের মতো আর সাঁজ না
আশা নিয়ে শুধু-ই বাঁচা
আমি আর চাই না চাই না।


মোঃ আতাউর রহমান
টরন্টো, ক্যানাডা
২৭/০৮/২০১৪ ইং