কৃপা কর প্রভু


কৃপা কর প্রভু তুমি কৃপা কর
মনের কালিমা যত সব দূর কর
কৃপা না হলে যে চলি পথ ভুলে
চলি ভ্রান্ত পথে সহসা পথ ভুলে।


তোমার কৃপা মোদের পথের দিশা
আমাদের ভালবাসা হয় ঠাসা ঠাসা
প্রভু মন্জুর কর আমাদের প্রার্থনা
করে আত্মশুদ্ধি দূর করে যাতনা।


প্রভু তুমি বিশ্ব মালিক ক্ষমতাধর
বিশ্ববাসী সমান কেও নয় যে পর
তুমি চাইলেই পাহাড় হয় যে নদী
নদীও পাহাড় তোমার মর্জি হয় যদি।


তোমার দরবারে আমরা যে পাপী
পাপের মোচন চাই আমরা যে তাপী
তুমি শ্রষ্টা পথদ্রষ্টা রহিম-রহমান  
কর ক্ষমা তোমার বাণীই প্রমান।


দয়া কর মোদের হে পরম দয়ালু
আধাঁর-কালো দূর করে দাও আলো
পথ দেখাও মোদের সে স্বর্গের পথ
স্বর্গের পথে না নিয়ে থামিও না রথ।


মোঃ আতাউর রহমান
টরন্টো, কানাডা
১৫/০১/২০১৭ ইং