অপরিণত সন্ন্যাসী


সব অনূভুতির উর্ধ্বে আজ আমি
এক অপরিণত সন্ন্যাসী।
রৌদ্রদগ্ধ উজ্জ্বল দিনগুলো আমার
এক বুক তৃষ্ণা বাড়িয়ে দিয়ে যায়।
তবুও ভাঙে না আমার অর্ধমগ্ন ধ্যান।
শুধু ঢোক গেলার সময় কল্পনার চোখে
এক ফোটা জলের মাঝে দেখতে পাই
আমার বাকি জীবনটুকু।


যখন বৃষ্টি আসে, ভিজে চলে ক্লান্ত কাঁয়া; তবুও অনড় আমি।
শুধু ভালবেসে চোখের পাপড়িগুলো ছুঁয়ে গেলে
ধন্যবাদ জানাই- অশ্রুগুলো ঢেকে দেয়ার জন্য।
শরতের বহুরূপী আকাশ ইচ্ছে মত পুড়িয়ে যায়
তবুও অটল আমি, মনের আগুন নেভাই না।
শুধু কাঁশ ফুল ঝরে গেলে বুঝতে পারি
এড়িয়ে গিয়েছি প্রেমের উষ্ণ পরশ।


সারাটা অবকাশ জুড়ে হিমেল রজনী বাড়ে প্রচন্ড কম্পনে।
তাও আমার খেয়াল নেই।
শুধু অগ্রহায়ণ শেষ হলে মনে পড়ে-
নতুন দিবসের শুভেচ্ছা নিয়ে কোন বসন্তদূত
আমার জন্য অপেক্ষা করছে না।


-১লা আগষ্ট, ২০০৮