এখনো স্বপ্ন প্রস্তুত- হাজার ক্লান্তির ঘুমের ঘোরে;
সুখের কারুকাজ দিয়ে সাজাতে এক স্নিগ্ধ ভুবন।
এখনো শীতের সকালে পূর্বাকাশে রোদেলা অস্তিত্বকে
সর্বস্ব উজাড় করে ভালবাসি বলে হিমেল সুজন।
বন্ধু চলো না স্বপ্ন দেখি।
প্রিয় হাসি অধরে মেখে মুছে ফেলি সজল আঁখি।


এখনো জীবন জড়ায় নিঃস্বার্থ আলিঙ্গনে,
হৃদ-মাঝারের প্রাচীর বনে যায় স্বপ্ন সোপানে।
এখনো নগ্ন দুপুরে বৃষ্টি খুঁজে শেষ ঠিকানা
ঘাসফুলের দিগন্তে মিশে যাওয়া রংধনুর মনে।
বন্ধু চলো না হারাই অজানাতে।
অশ্রু-শিশির-বৃষ্টি একাকার করে রোদ্দুর খুঁজি অনন্তে।