ও পথে আমি যাই,
কাঁটাবন ও সুপারীগাছের পাশ দিয়ে,
ঝোপের মাঝে নড়েচড়ে উঠে,
আমি ডরাই না,
আমি ও পথেই যাই।


মেঠোপথটার একদিকে খসিয়ে গেছে,
কঙ্কর আর জঙ্গলে কোথাও খন্দক ভরাট,
ঝোপের পাশে টাঙানো শুকনো বাঁশ,
লম্বা ছড়ানো শুকনো শাখা ধরে ধরে আমি যাই।
আমি ডরাই না,
আমি ও পথেই যাই।


ছাগলের উচ্ছিষ্ট পায়ে ঝন্ঝা সৃষ্টি করে,
গাছের মূলগুলো পথিমধ্যে অনা সৃষ্টি করে,
ঝড় আসে, গাছ নূয়ে পরে,
ও পথ দিয়েই যাই আমার ছোট্ট কুড়েঁঘরে।
অন্ধকারে জোনাকীকে সাথী করে যাই।
আমি ডরাই না,
আমি ও পথেই যাই।