আগষ্ট এলেই আমার রক্তনালীতে রক্তের তীব্র গতির সৃষ্টি হয়,
এ মাসেই বাংলাদেশ মস্তিষ্ক হারিয়ে বরন করে পরাজয়।
ঝাঝরা বুলেট আর গ্রেনেডের গন্ধ আমার নাসিকায় তুফান তুলে,
মনে হয় জীবন্ত হায়েনা দের মাথার খুলি নেই খুলে।
তারা তো পশুরূপ, মানবতা আর মানবিকতা কিছুই নেই তাদের,
যাদের আচরনে গতি হারায় বাংলাদেশ স্তব্ধতা আকাশের।
ওরা কেন আমার দেশে এখনো করে আছে ঠাঁই,
ও হ্যা তীব্র হিংস্রদের তো বনেও জায়গা নাই।
আগষ্ট এলেই আমি মূর্ছা যাই,
বাংলাদেশ আছে কিন্তু মস্তিষ্ক নাই।
আগষ্ট এলেই রক্ত আমাকে ঘিরে ফেলে,
আমরা হারিয়েছি জাতির পিতা কষ্ট বিহ্বলে।