গহীনের শব্দগুলো কানে ভাসে
চলো পথিক চলো,
অথচ আমি নিথর নিশ্চল
দেশের জন্য মনভুলো।
আমার নিঃশ্বাস ভারী হয়
সময় আছে কম,
দেশে বিস্তার করছে
নষ্টগোড়া যম।
আমি দেখছি চোখের সামনে
গুম হত্যা রাহাজানি,
আমি যে নির্বোধ
শুধু ধীক্কার দিতে জানি।
চোখের সামনে পাষন্ডরা
ধর্ষণ করে ডরহীন,
আমরা বেবাগী চেয়ে থাকি শুধু
আমরা বড় কান্ডজ্ঞানহীন।
সুদ ঘূষের বাজার চড়া
চাকরী পাওয়া ভার,
আমরাও তো শিক্ষিত যুবক
কে নিবে তার দায়ভার।