ঝড় যেন আসে,
সবকিছু উড়ে যাবে বাতাসে,
গোটা পৃথিবী গ্রাস করবে পরিহাসে, অট্টহাস্যে,
ঝড় যেন আসে।
কলমিলতাগুলো জায়গাবদল করবে,
গর্ব করা বাঁশের মাথাগুলো সত্যি সত্যি মাটিতে নূয়ে পড়বে,
বড় গাছগুলোর ধ্বংশ হওয়া দেখে ছোট ঘাসগুলো ঠাট্টা করবে উপহাসে।
ঝড় যেন আসে।
ডিঙিতে যাদের বাস তারা ডুববে আর ভাসবে,
বহুতলের স্বার্থান্বেষীরা ধ্বংশস্তুপে চাপা পড়বে,
গর্বের বড়াইয়ে অধঃপতন লেখা থাকবে ইতিহাসে।
ঝড় যেন আসে।
ফুলগুলো বাগান থেকে ছিটকে গিয়ে সবজায়গায় সুবাস ছড়াবে,
ঝড়ের পরের মেঘটা ভয় দেখিয়ে আবার চোখ রাঙাবে,
ডাঙার কষ্টধুলো গুলো সব উড়ে যাবে বাতাসে।
ঝড় যেন আসে।
ঝড় যেন আসে