যজ্ঞের ধন হরেক রকম যার কাছে যেটা,
ধনের মূল্য সবাই বুঝে হেলা করে কেডা?
মাকড়সার গোলক জাল অনেক সাধনার,
সূপারী গাছে পাতার বাসা বাবুই বাসনার।
টিকটিকির লেজটা যখন কাটা পড়ে,
অনেক কষ্ট নিয়েও তবু মশার অপেক্ষা করে।
শালিক পাখির ধনলোভ একটা ফড়িং ধরা,
কতই না ধৈর্য্যের মাছরাঙার মাছ ধরা।
চিল ওদিকে আকাশ থেকে মর্ত্যে ঢু মারে,
আসবে সুযোগ দাগ বসাবে হাঁস মুরগীর ঘাড়ে।
অনেক কষ্টে জোগার হয় কাক বাসার খড়কুটো,
জগত টাই এরকম ধনের পিছে ছুটো।