পরীক্ষা দিচ্ছি, শিক্ষা নিচ্ছি,
মজা পাচ্ছি, ধান্দা খাচ্ছি।
প্লে ক্লাশে মৌখিক পরীক্ষা,
প্রি ক্লাশে ভদ্রতা দীক্ষা।
প্রথম দ্বিতীয় শ্রেণীতে,
মনোনিবেশ শিক্ষাতে।
তৃতীয় চতুর্থ পন্চ্ঞম,
কাটে কূসংস্কারের ভ্রম।
ষষ্ঠ সপ্তম অষ্টম,
পড়ালেখায় বাড়ে দম,
নবম আর দশম,
ভালো ফলের কসম।
একাদশ দ্বাদশ,
মানবসেবার লালস।
বিশ্ববিদ্যালয়ের মাটি,
মানুষ বানায় খাটি।
পরীক্ষা দিয়েই এতদুর,
কত পরীক্ষার কত সুর।
এখন ধৈর্য্যের পরীক্ষা,
মানবসেবার প্রতীক্ষা।
ভালো মন্দের পরীক্ষা,
এটাই প্রকৃত শিক্ষা।