আমিও ভালোবাসবো,
প্রিয়া তোমাকে মনকুন্জে মাল্যশোভায় সাজিয়ে রাখবো।
চপলা সূনয়না তুমি বসে আছো আমার অপেক্ষায়,
ফিরবো বলে কত প্রহর কেটেছো অনিদ্রায়।
মনের মাধুরী মিশিয়ে চোখের পাতাগুলোকে আর একটু সুন্দর করার জন্যই তো আমার অপেক্ষা,
মনকূন্জের সবকটা ফুল ফোটার জন্যই তো এ দীর্ঘ প্রতিক্ষা।
কত প্রহর একাকিত্ব বরণ করে আছো, হৃদয়ের কোনে অদৃশ্য বিশ্বাস,
ভালোবাসার গুলবাগিচা নিয়ে আসবো আমি, তবেই স্বতির নিঃশ্বাস।
আমি কাছৈ আসবো অপলকে চেয়ে থেকে আর তুমি তারাতারি করে পাশের বাগান থেকে বেলীফুল ছিড়ে দিবে,
ভাববে আমি রাগ করবো কিনা গোলাপ দাওনি ভেবে!।
আমি বলব বেলীতো আমার সর্বপ্রিয় আরেকটা ফুল দিবে?
লাল লজ্জায় লাজুক তুমি যেন গোটা বাগানি দিয়ে দিবে।
ছোট্ট বাগানটির দুপাশে হাটবো বলে আমি তোমার হাত ধরতে চাইবো,
রাগ করিও না তুমি কাপো কাপো হলে হঠাত ই তোমার হাত নিবো।
তোমার স্পন্দন গতি হার মানাবে ত্বরণকে,
তুমি লজ্জায় ঘেমে যাবে সামলাতে নিজেকে।
ভাববে পথটুকু শেষ হলে প্রান্তটাতে কি হবে,
আমি এদিকে অহেতুক কাব্যছন্দে মগ্ন কে আছে আমার কথা শুনবে!।
এ যে দীর্ঘ অপেক্ষা,,,,
সাতকাহনের প্রতিক্ষা।
বাগানের শেষ প্রান্তের ছোট বেন্চ্ঞিটাতে তুমি আর আমি বসবো,
তোমের শুভ্র হাতে মেহেদী নেই এই ভেবে আমি কারন জানতে চাইবো।
বলবে তুমি প্রিয় আমার হাত রাঙাবে বলে,
বহু পর্বণে রাঙাইনি হাতকে কত কি যে ছলে!।
আমি বলব অপরুপ তুমি তোমার খোলা চুলে,
পুর্ব পৃথিবীর সব ইতিহাস যাবোই বুঝি ভুলে।
তুমি বলবে তাইতো আমি এলোচুল খুলিনি আগে,
প্রিয় যে মোর হাত বোলাবে তাই সযত্নে দেখেছি রেখে।
আমি মসৃণ চুলে হাত বোলাবো আর তোমার মাথা আমার কোলে,
অন্য পৃথিবীর সত্তা হবো দুজনাতে ভুলে।
সন্ধ্যা নামবে আর তোমার চোখ ছলোছলো,
রুষ্ট কন্ঠে বলবে তুমি আর কত অপেক্ষা বলো!।
আনন্দ অশ্রু নিয়ে চোখে,
সহস্র বছর অপেক্ষা করব সুখে।
বহু বছর প্রহর গুনবো নেই তাতেও মানা,
পিয়, তবু হাতটি কখনো ছেড়ো না।
বলব আমি পাগলী একটা কোথাও যাবো না ছেড়ে,
কষ্ট দিতে চাইনা বলেই ছিলাম অগোচরে।
রিক্সায় তোমায় রাখতে যাবো, আমার হাতটা ধরে মাথাটি কাধে রাখবে,
জানোতো শতদিনের জমানো ভালোবাসাগুলো কেবল প্রস্ফুটিত হবে।
ধীরে কলিটা রুপ পাবে, জমানো ভালোবাসাগুলো নানাভাবে জীবন রাঙাবে,
আর কলি থেকে ফুল, ফুল থেকে কলি এভাবেই জীবন চলবে।
বৃদ্ধ আমি তোমাকে নিয়ে আবার ছুটে যাবো ওই সেই বাগানে,
যেন তবূও অপূর্ণতার পরিহাস, কত ভালোবাসা বাকি আছে কে জানে!
অবশেষেএকদিন ছুটি নিয়ে পরপারে পাড়ি দিবো,
খোদাকে বলব অনেকজন নয়, আমি আমার প্রিয়াকে কাছে নিব।।।