হিমের পরশ লাগল গায়ে
         একটু শীতের আমেজ
দূর দেশের ঠিকানা হীন
       একটা চিঠির প্রবেশ।
সকাল বেলার মিষ্টি রোদ
       বড়ই ভালো লাগে
শীত যেন গরম চাদর
       জড়িয়ে আগে ভাগে।
শীতের আমেজ খুব প্রিয়
       খেজুর গাছে খেজুর রস
সকাল বেলা দেখতে পাওয়া
       শিশির  ভেজা ঘাস।
মিষ্টি মিঠাই পিঠে পুলি
      জমিয়ে খাওয়া দাওয়া
এবার বুঝি চিঠি এলো
     সঙ্গে শীতল হাওয়া।
যতই কাঁপি ঠকঠকিয়ে
     কম্পন দিয়ে শীত
শীতের চিঠি পাওয়া মাত্র
     শীতকে করবো জীত।


রচনাকালঃ ১৩/০৯/২০১৩