ঘরের জানলাগুলো সব খুলে দিলাম
দুহাতে সরিয়ে দিলাম পরদাগুলো
ঘরে মৃদু হাওয়া প্রবেশ করল।


নারকেল গাছের মাথায় বাঁকা চাঁদ
পাতার ফাঁক দিয়ে আলো ঘরে ঢুকছে
সারা আকাশ জুড়ে নক্ষত্রের মেলা
ঝোপেঝাড়ে ও গাছে-গাছে জোনাকির জটলা
সাথে শোনা যাচ্ছে ঝি-ঝি পোকার ডাক।


লোডসেডিং তাই ঝরের ভীতর আলো নেই
বারান্দায় একটা অল্প আলোর লন্ঠন।
ঘরটা চাঁদের আবছা আলোর চাদরে ঢেকেছে
একটা অপূর্ব অনুভূতির সৃষ্টি হচ্ছে মনে।


জানলার ধারে কেদারা পেতে বসে আছি
আর মোবাইলে বাজছে, রবীন্দ্রনাথের গান-
‘খোল খোল দ্বার রাখিও না আর, আমি যে.....
মনের জানালাগুলো এক ঝটকায় খুলে গেল।


তুমি আজ ক’দিন হল ঘরে নেই ভিনরাজ্যে
তাই মনের ভিতরটা আন-চান করে উঠল
তুমি কাছে না থাকায় নিঃসঙ্গতা
আমাকে কুরে কুরে খাচ্ছে
হাপুস নয়নে কাঁদতে ইচ্ছা করছে।


তুমি আজ হাজার হাজার মাইল দূরে
তোমাকে মনে পড়ছে প্রিয় প্রতি পলে পলে
আকুল ব্যাকুল ভাবনার পরিমলে।



রচনা কালঃ ২৫/০২/২০১৫