ঘরের কোনে প্রদীপের আলো জ্বলতে থাকে
বিশেষ করে সন্ধ্যাবেলা সকলের ঘরে সে জ্বলে।
ঘরের কোনে জ্বল জ্বল করতে থাকে আলো
ঘরের ভেতরটা আধো আলো অন্ধকার কালো।
প্রদীপের তেল পিলসূজের গা বেয়ে গড়িয়ে পড়ে
আর ও সারাক্ষণ ঠাই দাঁড়িয়েই থাকে।
প্রদীপ কথাটা শুনলেই মনে একটা আলো,
আশার আলো মনকে ভরিয়ে তোলে
কিন্তু প্রদীপের নীচটা সবসময় অন্ধকার।
সে সংসারের প্রদীপ হয়ে সবাইকে আলো দেয়
তাকেও কি ঘুমোতে যাওয়ার আগে নিভিয়ে যায়?
প্রদীপের চোখের জল যেমন তেল হয়ে পিলসূজের
গা বেয়ে গড়িয়ে পড়ে , যা কেউ বোঝে না।
মানব প্রদীপের চোখের জলও বোধহয় কেউ
দেখেনা সে সর্বদা অন্ধকারেই থাকে।
সংসারের সুখ শান্তির জন্য নিজের রক্ত
জল করে সকলের মুখে হাসি ফোঁটায়।
তার অব্যক্ত রক্ত, চোখের জল সব
সবার সুখ হয়ে প্রদীপের মত জ্বল জ্বল করে।



রচনা কালঃ ১১/০৩/২০১৫