ধুলো –বালি – ছাই
ওড়ার দিন আসছে।
নিকষ কালো মেঘ
বাসা বেঁধে আকাশে
প্রবল বেগে উঠবে
কাল- বৈশাখীর ঝড়।
এখন চারিদিকে ফাগুনের রং
বসন্ত উপছে পড়ছে।
আমি কেন বসন্ত
হারিয়ে ফেলছি।
পলাশের রঙে রাঙাতে
চাইছি নিজেদের
কোকিলের মিষ্টি সুরে
ভেসে যেতে চাইছি
কিন্তু কিসের এত বাধা
ফাগুনের হাওয়ায় হাওয়ায়।
যে ঝড়ের আশঙ্কায়
মনে উঠছে প্রবল কম্পন।
ইচ্ছা করছে সব ছেড়ে
উড়ে যায় নীল আকাশে।
সমস্ত ছলনা বিষাদ থেকে
বাসা বাঁধছে একটা সাধ।
একটা সুন্দর পাখিজন্মের
যাতে ফাগুন বা কাল-বৈশাখী
যাই আসুক না কেন জীবনে
সব থেকে ঠিক বেরিয়ে
যেতে পারবো মুক্ত আকাশে।



রচনা কালঃ ০৬/০৩/২০১৫