অন্ধকারের সৃংখল ভেঙে
কে আসে ওই,
এ যে জব্বারের উত্তরসূরি
একবিংশের উত্তাল নগরি
গগন বিদারি রই।।


নওজোয়ান
হাকিলো আওয়াজ,
কে তোরা
মায়ের ভাষা
কাইরা নিতে চাস,
আমার ভাইয়ের রক্তে কেনা
বাংলায় আমার বাস।।


মশাল হাতে,
খালি পায়ে
সারি সারি লাইন
হাজার তরুন
রাখবো বাজি
বাঙলা আমার
প্রানের দাবি।।


যদি যায়
যাক না তবে
এ আমার প্রান,
লক্ষ বছর থাকুক বেছে
সালাম রফিকের মান।।


ফুলে ফুলে
ভরেছে মিনার
ভরেছে বেদি
ভরেনি আমার প্রান,
জীবন দিয়ে
বাংলা ভাষা
করলো আমাদের দান।।


এই একুশে শপথ নিলাম
বাংলা আমার মা,
সালাম রফিকের রক্তের
এ ঋৃণ
তবুও শোধ হবে না।।
(১৯-০২-১৭)