যদি ভাগ করা যেত জ্যোৎস্নার আলো
কৈফিয়ত না দিয়েই ভাগ করে পেলতাম,
অধেকটা আমার
বাকি সব টুক পৃথিবির সবার।।


এ আলো সহস্র সৃতির সাক্ষী
সেই শুরু থেকে শেষ অবদি,
কি হাসি, কি কান্না
কত অজস্র বাহানা।।


কত কিশোরী গল্প ছুঁয়ে আছে ওই আলো
পুতুলদের বিয়ে,
নারিকেলের মালায় ভাত রান্না,
খালি গায়ে বিয়েতে আসা ছোট ছোট মেহমান,
পাতার প্লেটে খেতে দেয়া
আরো কত কি,,,,,,।।


নন স্টপ চলছে এ গল্প
জ্যোৎস্না গড়িয়ে সকাল,
ঘুম ভেঙে এ কি হাসির বন্যা
দিন গড়িয়ে আবার জ্যোৎস্না।।


এ চাদের আলো আমার।
অধেকটা তো আমার,,,,?
এই টুকুতো চাই,,,,,,,,,,,।।


গল্প ফিরিয়ে দিতে পারি
কিন্তু জ্যোৎস্না ফিরাতে পারিনা
তবে হয়ে যাই নি:শেষ,,,,।।
(17-02-17)