ফাগুনের কত রঙ
ছুয়ে যায় মন,
রাস্তার ওই পাড়ে
বাসন্তী সাজে
যুবক যুবতী
চোখা চোখি
আর কত কি,রঙ ঢং।।


অচেনা অংগো ভঙ্গি
খোঁপায় গেঁদাফুল
তাই যদি হয়,,,,,,,
এ তাহার রঙ
এ তাহার ফাগুন।।


কৃষনো ছুড়ার সব রঙ
রমণী মাখো তোমার গায়,
হেটে যাওয়া প্রান্তিক
ঘুরে দাড়াক
ফাগুনের আগুন ছুঁয়ে দিক আপাদমস্তক,
খিল খিল করে হাসতে হাসতে ফিরে যাক ফ্লাশ ব্যাক এ
মনের অজান্তে গেয়ে উঠুক,,,,,,,
“ আহা আজি এ বসন্ত,,,,,,,, “
(13-02-17)