অনেক বড় একটা দীঘ শ্বাস জমে আছে
অজস্র লুকুচুরি কালের অতলে হারাবে জানি,
চাকার ঘূর্ণন চক্র পুরাবে নিশ্চিত
শুধু আসমানের নীল রয়ে যাবে অসীম দিগন্ত ছুঁয়ে।।


চুনোপুঠির দল মিসমার হবে
যার শিকার উক্তি নাই, তার একাত্মবাদে,
প্রকৃতির দোহাই দিলেই যেন বেচে যাই
সুবিধাতো আছেই বটে
দুনিয়াতে অন্তত কৈফিয়ত দিতে হয় না।।


চোখের সামনে কতজন গেল চলে,,,,,
কি বাবা, কি মা,ভাই আরো কতজন।


গোর কবরে তাকায়ে দেখো মিনতি কত
ওরে খোকা, হোসনে বোকা, দুনিয়ার মায়া জালে,
কি শিক্ষা দিলাম তোদের
আজি আজাবে পুড়ি,
অংগার দেখ শত শতে।।


"রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানিচ্চাগিরা" দোয়া মাংঘো
ওহে পরওয়ার দিগার ক্ষমা কর মোরে,
পিতা মাতারে শান্তি দিয়ো
তোমার কবরে হাসরে।।


পথ যেন ভুলে না যাই এই মোর ফরিয়াদ
মৃত্যু দিয়ো, হই যেন কামিয়াব মিজানে পুলসিরাত।।


২৪-০২-১৭