বিড়ম্বনার দিন গুলোর কথা মনে নেই জানি
আজ অন্য সুরের গান
একদম অপছন্দের,
বিরক্তির কিছু পেলেই যার সাথে তুলনা দিতে......।
চায়ের অভ্যেস ছিলনা,
মোড়ের দোকানের পাশে দাড়িয়ে গল্পের ছলে
বড় নেশা ধরেছে,
এখনো যাই, নেশা ভাঙাবার জন্যে কাপে চুমুক দেই
কীসের যেন অভাব
কি মিক্সসারে...... না, অন্য কিছুতে।
ল্যম্প পোষ্ট এর আলো তে একটা দ্বৈত্তের ছায়া
রাগানোর জন্যে বলতাম,
গভীর রাতের ভুত,
অনায়াসে সায় দিয়ে বলতে... হুম গলা চেপে ধরব...।
কি নির্বাক চাহুনি...... প্রতি পলকে,
তাজমহল এর চাইতেও বেশি কিছু দেখা যেত।
সব সময় একটা খোশ মেজাজ
অভাক ব্যপার,
আজ ভয়ানক মিথ্যা গুলো সামনে
দোষ দিয়ে দায় এড়ানো, খুব খারাফ
দুই দুই এর হিসেব সবাই বুঝে।
সব ভালো এমন করে বিলিন যে,
সৈকতের বালুর তৈরি কারু কাজের মত
মুহূর্তের ঢেউ এ মানচিত্র নিরাকার
কীসের অভাব ছিল, জানি।
বলবো,
যদি বেঁচে থাকি চামড়ার ভাঁজ পড়া পর্যন্ত
ঝাপসা চোখে যদি ঠাওর করি ওই চোখ
এক রোখা মানুষের আঁশটেপিষ্টের অবনতি।
08/03/17