সময় এতটা দোড় করাবে কখনো ভেবে দেখিনি,
সেইতো নদীর ধারে কতো দুপুর আড্ডায় মেতে ছিলাম বন্ধু সমেত
নানান গল্পের সিরিয়াল শেষ হতেই, পশ্চিম আকাশে অস্ত যাবার সময় হতো।
রেললাইন এর পথ ধরে গ্রামের লোকজনের
এ গ্রাম,ওগ্রামের আনাগনা ছিল কতো।
লোহার ব্রিজএ হেলান দিয়ে কত ঘণ্টার পর ঘণ্টা পার হয়েছে হিসাব নেই।
বকুল ফুল কুড়ানোর যেন হিড়িক পড়তো,
হাসনাহেনার মৌ মৌ গন্ধ যেন মাতাল হয়ে যাই
মাঝ রাতে পুকুর ঘাটের জমানো আলাপ যেন আর শেষই হয় না।
সময় হারিয়ে গেলো,মধুর সময়,এ এখন সোনালি অতীত
জীবনের টানে কেউ পরদেশী,কেউ বা মোড়ল
কেউ বা উচ্চ শিক্ষিত বড় অফিস কর্তা,
আর অগুছালো সময় এর পিছে দোড়িয়ে আমি আমরা
যান্ত্রিক শহরের টানাপোড়ায় পতিনিয়ত ফুতপাত মাড়িয়ে
চিন্তায় ভেসে বেড়াই।
এ কি অভিশাপ, না নতুনের অপেক্ষা.........
না ভেবে নিব সময়ের দাবি, পূরণ হয়নি.........
তাই নিষ্ঠুর এ দোড় করাবার আবিস্কার।।
১৮/০৩/১৭