ঝড়ের কবলে পড়া
ডানা ঝাপটানো পাখি উড়িয়ে দিবার যে
কি আনন্দ কবিতায় প্রকাশ করা দুষ্কর,,,,,,,
আমি উম্মুখ হয়ে রই
অস্থির হই
কে যেন আবার ব্যস্ত নগরীর কোলাহলে
প্রবেশ করলো,,,,ডানা চাপড়িয়ে
অস্থির আর্তনাদে।।


আবার যেন কে,
চন্দ্রিমার ধারে অনবরত কাঁদছে
শুধু কাঁদছে আর কাঁদছে,,,,,, গুন্ডা,,, হারামি,,,, বদমাশ,,,
কেনো এমন করলি,,,,??


কতটা ভালোবেসে ছিলাম,
পুকুর ঘাট, হাতে হাত, চোখে চোখ
কত বাগান বিলাসী কাব্য কবিতা
আমার কোলে মাথা রেখে,
বাংলা থেকে দিল্লি
তাজ মহল, রঙ মহল
কত সপ্ন দেখালি।


কথার যাদু ছিল তোর
আজ মেলায়,কাল শপিং এ
আরো কত কি,,,,,,,।।


কিছুই বুঝে উঠতে পারিনি
আমি অন্ধহয়ে ছিলাম
অত গুলো মিথ্যায়,,,,,।


কখনো কি খেয়েছিলাম এক ফোটা জল
তোকে ছেড়ে,
কত নিদ্রা হীন রাত যাপন করেছি
এক পলক দেখবো বলে।।


মায়ের বকুনির ভয়,,,,চতুর পাশের ভয়ংকর পরিবেশ
কি না মানিয়ে চলেছি তোর জন্যে।
এমনটা করতে পারলি,,,,,,??


এমন অসহায় হাজারো আত্ম চিৎকারে নগরীর
আকাশ বাতাস ভারি।
কেউ দেখার নেই,,,,,
কত টা প্রতারিত সমাজ,সমাজের মানুষ
আর ডানা ঝাপটানো পাখিরা।।


,,,,, দিননা ওদের একটু আশ্রয়
একটু উড়িয়ে।(25-03-17)