লুকায়িত স্বপ্ন গুলো ধুলি ধূসরিত,


দাউ দাউ করে জ্বলছে আলোর মিছিল।


চোখে স্বপ্ন, আর প্রলয় উল্লাস।।


হিংস্র হায়েনার মত ঝাঁপিয়ে পড়ছে সভ্যতা।


উদ্ধার কর, আমাকে উদ্ধার কর......।


আমার আর্তনাদ পৌঁছায় না।


ভিড় ঠেলে উৎসুক জনতার দেখা মেলে।


নিজেকে খুঁজে পাই না,


কিছুতেই  খুঁজে পাই না।।


ফিনকি দিয়ে রক্তের প্রলেপ,


নষ্টামি আর ভণ্ডামি চলে অবিরাম,


তবুও টনক নড়ে না ।।


ধর্ষিত বোনের চিৎকার,


ভায়োলিন এর সুরে করুণ শোনায় ,


তবুও টনক নড়ে না।


রাষ্ট্র যন্ত্র নিরুদ্দেশ,


বিচারের নামে প্রহসন চলে ,


তবুও টনক নড়ে না,


কিছুতেই টনক নড়ে না...।।