বাউন্ডুলে জীবনে উন্মাদনার শেষ কোথায়?



ভোরের শিশিরকে জিজ্ঞাসা করেছিলাম আমি...।



ওর জানা নেই তা।



রাতের আঁধারকে জিজ্ঞাসা করেছিলাম,



ও মুষড়ে পরেছিল কান্নায়।



স্বপ্ন বাজ তরুণ তরুণীদের কাছে প্রশ্ন রেখেছিলাম,



ওরা বলেছিল সবই ধুম্রজাল,



মিথ্যে প্রহসন।



ছুটন্ত বাসের দূর্বার গতি,



নাকি কাঁকন পড়া রমণীর মিষ্টি হাঁসি,



নতুবা নীল পাড় সাদা শাড়ি পড়া কিশোরীর অভিমান?



সব কিছুই মিথ্যে হয়ে যায়,



বড় মিথ্যে হয়ে যায়।



এই বাউন্ডুলে জীবনের আসলে শেষ কোথায়??