তোষামোদেরর রাজনীতি


মুখে নীতি কথার ফেনা,পাশে চাঁদাবাজ সেনা
করে তৈল মর্দন,সাথে নেই জনগণ।
এই যদি হয় নেতা,তবে বলব কি তার কথা!


নেতা অাষাঢ়-শ্রাবণে অাসে,
তেলের গ্যালেন হাতে।
বড় কর্তার পাশে রয়,যাহা পাবে তাহা লয়।
থানার দালালি করে হায়,
চাঁদাবাজির ভাগও চাই।


তবে কে শুনে কার কথা, চাটুকার যে নেতা।


রাজনীতিতে তৈল মর্দন চলছে দিবানিশি
পাতিনেতার কপাল খুলে থাকলে তেলের শিশি।


গাড়িবাড়ি মিলে সবি নেতার অাশীর্বাদে,
খুন খারাবি মাপ হয়ে যায় নেতার সিলটা কাঁধে।