বৈশাখের এই দিনে -
তুমিও তো সেজেছো
লাল পেড়ে বাসন্তী শাড়িতে।
তবুও  মাটির গন্ধে আর নবীন পাতায়-  
তোমার স্মৃতিরা এসে ভিড় করে আমার উঠোনে।

চারিদিকে রঙ বেরঙের ফানুস আর ঢাকের উচ্ছ্বাস,  
রঙিন আলপনার উন্মাদনায়-
হয়ত তুমি অধির হয়ে আছো  
কোনো এক বারান্দায়।
আর কোনো এক প্রাণের হাহাকার আজ
হাসির উৎসবে স্থবির আমার জানালায়।


পথের মাঝে যা ভুলে ফেলে গেছো,
তারা আজ আমার সামনে;
আলোর ঝর্ণা থেকে নেমে এসে
বিবর্ণ প্রজাপতির মতো উড়ে বেড়ায়।
পুনঃ অন্ধকার আর ভোরের দেয়াল  
আমার উঠোনে ফোটা লাল গোলাপের মতো
কদিন পরে ধিরে ধিরে ঝরে পড়ে যায়।  
মৃদু বাতাসে দোলা শজনে পাতার মতো  
বিঘটিত প্রেমও হলদেটে হয়।  

প্রজাপতির  মধু ঝরে, নৃত্যে মিলে লাভন্য রাগ।
তোমার প্রেমের ছবি তবু মেশে নাকো।
জেগে উঠে বারে বারে নীলিমার অন্ধকারে
বিদগ্ধ কোকিলের গানের মতো।  
নতুন উৎসবে সাদাকালো জীবনে  
রঙগুলো মেশাতে পারি  না আর ;
হারিয়ে যাওয়া প্রেমের দিশায়  
নতুন করে ছায়া দিয়ে যায় উদ্বাস্তু পথিকের মতো।