তারা ঢাকা মেঘ,মেঘে ঢাকা তারা,
তোমাকে খুঁইয়ে হয়েছি আমি আজ দিশেহারা,
পেয়ে তোমার হয়েছিলাম আমি সব বাঁধন ছাড়া,
আজ আমার রক্ত অশ্রু ঝরে ঝরে হয়েছে সারা!!
দেখনি তুমি আমার সেই রক্ত ঝরা আঁখি,
তুমি কেবল দিয়েছ আমায় ফাঁকি।


তারা ঢাকা মেঘ,মেঘে ঢাকা তারা,
আমার হৃদিপদ্মের প্রতিটি পাপড়ি তুমি কি জান কেরে নিয়েছে কারা?
মেঘের পলকে,চাঁদের আলোকে রয়েছো শুধু তুমি,
তারা হয়ে মেঘের পেছনে লুকিয়ে তুমি দিয়েছো আমায় ফাঁকি আমি জানি।


তারা ঢাকা মেঘ,মেঘে ঢাকা তারা,
তোমার মৃত্যু অভিশাপ হয়ে করছে আজ আমার ভাবনাকে তারা!!!
আজ আমি মৃত্যু নামে পরিচিত নিজের কাছে,
মনের মাঝে এখন শুধু তোমার কাছে যাওয়ার বাসনা আছে।।