আমি জীবন ও মৃত্যুর মাঝখানে রয়েছি,
না জীবন আমায় বাঁচতে দিচ্ছে না মৃত্যু আমায় মরতে দিচ্ছে!
তুমি কি বলবে আমায়,আমি কোন পথের পথিক?
তাহলে সেই পথে যাওয়ার জন্য আমি প্রস্তুত থাকব।
যদি বল জীবন পথ তবে তোমার সাথেই এগোতে চাই সেই পথে,
যদি বল মৃত্যু পথ তবে হয়ত হাতটি ছাড়তে হবে তোমার,
সেই মৃত্যু পথে আমায় একাই চলতে হবে!
কারন তোমার সাথে আমার বাঁচার অধিকার আছে,মরার নয়।