একটুকরো কবিতা দেব তোমাকে
অবচেতন মনে-
ছায়া আর জ্যোৎস্নার আঁকিবুকি।


বহুকাল আগে দেখা রক্তকরবী
ভিজে ঠোঁটে যৌবনের আস্বাদ;
বহুকাল  আগে দেখা-
দিগন্তে তাল আর তমালের সারি
হিজলের শাখে একান্ত নিবিড়
শুক্ আর সারী-
খোলা হাওয়ায় পাকা ধানের গন্ধ,
বাঁশ বনের সুশীতল ছাওয়া,
নিঝুম পুকুরের জলে ব্যাঙাচির লাফ,
ভুলে যাওয়া সেই ভাঙা সাঁকো, আর
পল্লী বালার হাতের চাল ধোয়া জল-
সব মিলে মিশে বিমুর্ত এক অবয়ব।


এখন তোমার জন্য জলছবি আঁকি
এখন তোমার জন্য নদী আর গাছ আঁকি
এখন তোমার জন্য একটুকরো কবিতা আঁকি।