'ক'-অক্ষর নিষিদ্ধ মাস।  আমার অক্ষর জ্ঞান
সমাজের যতি চিহ্নে দাঁড়িয়ে।  'ক'-এর কাতর
অনুরণনে।  করুণা কিম্বা কৃত্রিম
সহানুভূতি নয়। কিঞ্চিত দায়ভার।


'চ'-এর চিরন্তন চাওয়ার চেষ্টাতে চেয়ে
থাকা সেই চিরদিনের আর্তি। হয়তো বা
চিরায়ত, হয়তো না হতেও পারে। চাওয়া
আর পাওয়ার মাঝে চাতক হয়ে অপেক্ষা
চিহ্নহীন একা-


'ট'-এর জন্য টিকে থাকা - টিমটিমে আলো।
বাকিটা নিকষ অন্ধকার।  টলমলে ভাগ্য
টপকে যেতে চায় সব আশা। নিরাশার টান।!


'ত'-এর তকমা তথ্য জুড়ে।  তজ্জনিত তত্ত্ববিবেক। তথায় কেন তিথির বিচার। তোমার সাথে দু পা চলা তমালশিশু তরুলিকায়।


'প' থেকে পাগল এবং প্রতিবাদী। প্রেমিক
প্রবঞ্চক আর প্রশ্ন ছড়িয়ে পড়ে। প্রহর
কাটে প্রাণের আকুলিতে। প্রেমের চেয়ে
মৃত্যু শ্রেয়। যদি সে প্রেম মধুক্ষরিত মৃত্যু আনে।