খেয়াঘাটের শেষ পাড়ির দাঁড় টানি আমি
শান্ত জলের বুকে ক্লান্ত পায়ের ভাষা লিখে যাই
আবছা অন্ধকার নিশ্চুপ চারিধার,
শুধু অভ্যেসের ছপছপ্-
আপন মনে ওঠে আর নামে
এই শেষ যাত্রার ভেতর কোনো প্রত্যাশা নেই,
নেই কোনো প্রতিশ্রুতির দায়ভার-
ছেড়ে যাওয়া ঘাটে থাকে শুধু ঘুমের আয়োজন
রুটিন বাঁধা রোজনামচা জীবনে
বৃষ্টি নামুক এক পশলা|


লখীন্দরের বাসর ঘরে চুপিসাড়ে
সন্দিগ্ধ কালনাগিনী এসে বসে বিছানার এক কোণে|


মনে পড়ে সেই ফেরীওলার ডাক
মন খারাপ করা দুপুরে-
ইচ্ছে পাখি ডানা মেলে ভাটিয়ালী সুরে
আবছায়া ফুটে ওঠে এক মুগ্ধ যৌবন|


আমি দাঁড় থেকে আলগোছে হাত সরিয়ে রাখি,
ফিরে দেখি ফেলে আসা ঘাট থেকে
ছুটে আসে শুধু নিকষ অন্ধকার।