কোথাও যখন শান্তি নেই
হৃদয় জুড়ে তখন আমার
তুমুল প্রলাপ নান্দনিক।
ভাঙাগড়ার আবর্তনে
ছায়ার সাথে রমন কোরে
বিবাদ আমার প্রাত্যাহিক।
সুগ্রন্থিত মুক্তামালায়
গোসলশালায় মোহগ্রস্ত
মরণ আমার দিগ্বিদিক।
তিনটি তারা আকাশ জুড়ে
সাঁজের বাতি প্রকাশ হারা
দিনের আলোয় বাস্তবিক।
অতলস্পর্শী নদীর বুকে
শব্দচয়ন প্রেমের জন্য
সত্যি বোধহয় প্রাসঙ্গিক।