নির্জনে নির্বাসন
এবার কি নির্বাণের সময় এলো!
অপরিমিত অনুভূতি বাঁধন হারা কেন-
সময়ের  সাহসিকতা সন্তর্পণে  সুপ্ত যেন ;
নিষ্কাম কর্মযোগী রাজযোগের মহিমাতে,
ভিক্ষার ঝুলি নিয়ে আজ তোমার দ্বারে|
এক গন্ডুষ রক্ত মুখে নদীকুলে তর্পণ -
ছায়ার সাথে লড়াই করে মিথ্যে বিজয় অর্জন
নাড়ীর টানে বেদন বাড়ে,
হৃৎপিন্ডে ছেদন-
অশালীন দ্বায়ভার বুকে নিয়ে
তবুও সম্পর্কের আচ্ছাদন ;
মূক বধির ভালবাসা
ভাষাহীন পিতৃত্বের দাবী,
সমাজের সমুদ্র মন্থনে আজ-
একা নীলকন্ঠ কবি|