শান্ত দিঘীর জল পূর্ণ শালুক পাতায়
সাপ আর প্রজাপতির খেলা সুর্যাস্তের আভায়-
আলপথে ঘরে ফেরা পাটান বহুদূর ,
রাখালিয়া বাঁশিতে বাসি মেঠো সুর।


গতজন্মের ঋণ ছিল পারানী বিনা না'য়
মহাজনী সুদ বেড়ে ঘর বাঁচানো দায়-
প্রতিক্ষিত শৃঙ্খলাতে নিয়মনিষ্ঠ মাপ,
তবুও মনে সংশয় লিঙ্গ নিঃসৃত পাপ।


অপার্থিব নদীস্রোতে ঢেউগোণার ভার
ঘুর্ণাবর্ত অলীকধারায় গূঢ় অধিকার-
কুহকজালে ধ্বংসমুখী ভিজে কাঠে উই,
পাঠশালাতে নামতাপড়া এক এক্কে দুই।