প্রতীক্ষায়  আছি এক ঘূর্ণিঝড়ের
যদি ভেঙে যায় জীবনের সাঁকো
ভেঙে যাক
ফুঁসে উঠুক অশ্রুজল
বুকের মাঝে আটকে থাকা
অভিমান যাক ভেসে
একটা ঘূর্ণিঝড় আসুক।


জীবনের আস্তাকুঁড়েতে জমে থাকা
অসহ্য কিছু শুকনো পাতা
উড়ে গিয়ে আসুক নতুন কুঁড়ি
সবুজের গন্ধে ভরে উঠুক শ্বাস
অবিশ্বাসের নড়বড়ে খুঁটি ভেঙে
সব অন্ধকার
তবুও একটা ঘূর্ণিঝড় আসুক।


রোজকার প্রেমের নাটকে পড়ুক যবনিকা
বন্ধ হোক রাতের আঁধারে ধর্ষণের বাতুলতা
আমার হৃৎপিন্ড ছিঁড়ে জন্ম নিক
এক জান্তব  নিকষ কালো প্রজাপতি
সব অন্ধকার মুছে আজ
একটা ঘূর্ণিঝড় আসুক।