আমায় তোমরা একদিন আর মনে রাখবে না
মম আলেখ্যে আর কভু পড়াবে না মালা।


মদিরা পাত্র হতে সুরা পান করার পর
সে পাত্র ধূলি মাঝে পড়ে থাকে অবহেলায়,
শত ভ্রমর এসে ঘিরে ধরে তার গাত্র।
যে চন্দ্রের সুধামাখা আলোয় স্নাত হয় এ ধরা,
কখনও কি তোমরা দেখেছ তার বক্ষে রয়েছে কত গহন বিবর?


নর নারী যে লতা হতে নিত্য অবলীলায় তোলে পুষ্প-
সেই লতার অন্তঃকরণ হতে নির্গত শোণিতের ধারা  তারা কি দেখতে পায়?
তোমরা কখনও জানবে না আঁধার পুরীকে উজ্জ্বল করতে কত শত দীপের প্রাণ বলিদান হয়।


যেদিন আকাশ হতে তারকা হয়ে
মিটমিট করব তোমাদের পানে চেয়ে-
তখন কি এই অসুন্দরের লেখা পড়ে
তোমাদের দুই আঁখি সলিলে ছেয়ে যাবে না?