জীবন মানে কেবল স্বার্থপরের মত বেঁচে থাকা নয়,
জীবন মানে হলো-
পরের সেবায় নিজের জীবনকে নিয়োজিত করা।


জীবন মানে কেবল অহংকারের মত বেঁচে থাকা নয়,
জীবন মানে হলো-
সকল মানুষকে সমান চোখে দেখা।


জীবন মানে কেবল শিক্ষিত হয়ে জায়গা জমি ধন সম্পত্তি বৃদ্ধি করাই নয়,
জীবন মানে হলো-
সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে অর্জিত অর্থ
দরিদ্র অসহায় নিপীড়িত মানুষকে দান করা।


জীবন মানে কিন্তু অসৎ পথ বেছে নিয়ে মিথ্যার সঙ্গে বাঁচা নয়,
জীবন মানে হলো-
সৎ পথে থেকে সত্যের সাথে বেঁচে থাকা।


জীবন মানে কিন্তু ঈশ্বরকে না মেনে নাস্তিক জীবন পালন করা নয়,
জীবন মানে হলো-
যিনি জীবন দিয়েছেন জীবনের প্রতিটি মুহূর্তে তাঁকে স্মরণ করা তাঁর দেখানো নীতি আদর্শের পথ আজীবন মেনে চলা।


--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৬শে এপ্রিল,২০২৩, বিকাল ৫টা
বারুইপুর, দক্ষিণ ২৪ পরগণা