------------------------ আরিফুর রহমান হাছনাইন


ঋতুরাজ- তোমায় সপিঁ আমার অবেলার যৌবন


এখন কি কোন না পাওয়ার কথা মানায়!


রক্তিম পলাশ, শিমুল, কাঞ্চন ফুলের বর্ণিল রূপ


ফাগুনের ঝিরিঝিরি হাওয়া আর প্রকৃতির পরিবর্তন


আমার নিরানন্দ চিত্তেও নাহয় বাজুক ঝংকার, প্রকৃতির বীণায়


আমিও হব আজ নৈরুতে, অধঃ ভুস্মিভুত, উনিশ’র প্রাক্কাল!