তারপর প্রতিজ্ঞার ভাঁজ খুলে দেখি,
ছোপ ছোপ কিছু নিরেট অন্ধকার—
শেষলগ্নে দূর বৃক্ষের পাশ ধরে তোমার নিষ্ঠুর চলে যাওয়া


অচিন সন্ধ্যা পেরিয়ে আসন্ন অতল বিরাত—
শৃগালের দীর্ঘ চিৎকারের নিচে চাপা পড়ে আছে আমার অসহায় আর্তনাদ


হঠাৎ রাত দুপুরে অস্পষ্ঠ আমার মিনতি ভেসে যায় পুর্ব পরিচিত ল্যাম্পপোষ্টের কাছে—
ফিরতি খাম ভরা বার্তায় খচিত হয় 'এখানে আর প্রেম আসবেনা'


নির্বাক নিশাচারের অক্ষিদ্বয়ে অশ্রুজল ছলছল করে—
ইতিহাস পাল্টে নব পৃষ্ঠা অঙ্কনের আয়োজনের সমাগম ঘটে


প্রেয়সীকে আমার ভীষণ রকম মনে পড়ছে—
যদিও বিস্মৃতির ভেতরটা রক্তাক্ত ও ঘোলা যন্ত্রণায় ঠাসা


বিচ্ছেদের নিত্য যাপনে এখানে পরিণয় ঘটে বিষাদের—
অতঃপর আর কোনদিন প্রতিজ্ঞা খুলে দেখিনি,
দেখবওনা আর
▪     ▪     ▪


রচনাকাল …
30·Oct·2013
02·20·AM