নীল কারাগার হতে শৃঙ্খলের শিকল ভেঙ্গে—
বেরিয়ে এসেছি এক অকল্পনীয় প্রচেষ্টায়


স্ব-শব্দে মহপ্রলংকারী চিৎকারের চাপে ফাঁটল ধরিয়েছি দেয়ালে—
এখন কেবল প্রতীক্ষা আলৌকিক পথ সৃষ্টির


তরতাজা লৌ-ঝরা হৃৎপিন্ড ছিনিয়ে নিয়েছি মানবরূপি কিছু হায়েনার—
যা এখনও পিটপিট করেই যাচ্ছে অবিরাম


সময়ের ভাঁজে কালের চক্রে একদিন মুক্তি নিবে সবাই—
ঐ ফাঁটলের পথ ধরে নিশ্চিন্তে অনায়াসে


অপেক্ষায় রইলাম সেই ক্ষণের—
সেই মহা মিলনের—
সেই মুক্তি আস্বাদনের—
▪     ▪     ▪


রচনাকাল …
14:Dec:2012
03:20:AM