অকুণ্ঠ দৃপ্তে শপথ হানিলো,
রবে বিধাতার পথে স্ব-মহিমায়;
বাতিলের তীর বক্ষে ঠিকই বিথিলো,
হবেনা নত শীর তবু যদি প্রাণও যায়।
অবিরাম নিশ্ছিদ্র চলিছে লড়াই,
সংঘর্যে নিরুত্তাপ বিক্ষিপ্ত রণক্ষেত্র;
বিখন্ডে চূর্ণ হবেই এবার তমসার বড়াই,
রক্তে খচিত হয় ক্রমশই সত্যের পত্র।


আজি জ্বলিছে দিগন্তে ন্যায়ের সুমহান মশাল,
যাহাতে আছে মিশে রক্ত স্রোত অজস্র নিবীড়;
এনেছে সে বিজয় ছিলো যত সাহসী বীর,
সালাম তোমাদের হে শহীদবর ও জিন্দা গাজীর পাল।
পূর্ণতায় তব বাজিছে বিজয় দামামা এ ধরার মঞ্জিলে;
বর্ষণ নামুক কৃতজ্ঞতায় স্রষ্টার পানে হস্তদ্বয় মণি'জলে।
      
                      (চতুর্দশপদী কবিতা)
                             অন্ত্যমিল
                কখ কখ, খক খক, গঘ ঘগ, ঙঙ
▪     ▪     ▪


রচনাকাল …
26·Nov·2013
01·05·AM


(কবিতা'টি ইসলামের একটি সু-মহান যুদ্ধের বিজয় প্রেক্ষাপটে রচিত।
আমার জীবনের প্রথম সনেট,
ভ্রান্তি ক্ষমা করবেন)