জানি,
আবার হৈ চৈ হুল্লোড় পড়ে যাবে
বেলা শেষে দিগন্তের ওপারে


প্রিয়তামার নীলাভ আঁচলে উঠবে
নতুন কামনার অস্পর্শ মোহ


আমি মিশরের পিরামিডের মত
ঠাঁই থমকে সাক্ষী হবো
প্রিয়তমার সেসব অগ্নিপ্রেম রাত্রির


আমার দখীনা জানলাটা
এখনও খোলা প্রিয়তমা
আমি ভাবছি তোমার কথা


তুমি দেখে যাও...
▪     ▪     ▪


রচনাকাল…
2014·April·29
খরুলিয়া, কক্ִসবাজার।
01·55·AM