দৃঢ় করে দাও নিশ্চুপতা
গাঢ় তমসার পরতে পরতে


নিগুঢ় বিষ ঢেলে দাও তন্দ্রায়
তপ্ত প্রদীপ জ্বেলে বিনিদ্রের


একাকার করে দাও নির্জনতায়
একাকীত্বের গহীন রাজ্য


আচ্ছন্ন করে দাও নীরবতায়
সব'টা প্রান্তর নিস্তব্ধ নগরীর


বিলীন করে দাও শ্বাসরুদ্ধকর সংগ্রামে
অতল ধরণীর সমস্ত যৌবন


রূহীনি,
অবমুক্ত করো তবুও সেই দখীনা জানলাটা
দেখবে বলে তোমায় খুব বিরাতের এই পথিক
▪     ▪     ▪


রচনাকাল…
2014·May·07
বিমান বন্দর, কক্ִসবাজার।
01·30·am