নিঃশব্দি বিষাদের সৃজনী রজনী,
অষ্ট পৃষ্ঠে নেই;
তোমার দেওয়া আমায় উদৃত্ত্ব অস্পর্শী,
মোহগুলো যে সেই।


মর্মর করে ঝরঝর হয়ে,
মুছেছে প্রতীচী অরূণ;
মিলেনি দর্শন খুলেনি বদন,
হয়েছি তবুও বরূণ।
. . .