চারুলতা …
          তোমায় বলছি, অপরাহ্নের ‘শেষ বিকেলটি’ দাবি করেছে আমার কাছে তোমায় নিয়ে তাকে দেখতে যেতে।


সেই'যে মনের কিনারায় জন্ম নেওয়া ক্ষুদ্র ‘পয়স্বিনীর’ মোহনা দেখতে চেয়েছে তোমায়,
বলেছিল অনেকদিন নাকি তোমায় দেখেনি সে।


ও হ্যাঁ চারুলতা …
                  ভালবাসার রংধনুতে রাঙা একটি ‘আকাশ’ ছিল হৃৎপিন্ডে, সেও তোমার কথা বলেছে, তার নাকি ভিষণ রকম মনে পড়ে তোমায়।


ঐ যে তোমার একসময়কার খুব পরিচিত ছিলো ‘গোধূলি লগ্ন’ সে নাকি খুব একা নিঃসঙ্গ তুমিহীন,
বলেছে যেন তুমি তাকে একটু সঙ্গ দাও।


প্রিয়তমা চারুলতা …
                      তোমার নগ্ন পায়ে ছুটাছুটির ছোঁয়া পাওয়া সেই দূর্বাঘাসগুলো মুখ তুবড়ে পড়ে আছে মলিনতায়,
চেয়েছে তারা তুমি যেন ছুঁয়ে দাও তাদের।


চারুলতা …
         এই যে আমি তোমার ডাকপিয়ন বলছি,
এই অপ্রকাশিত অনুরোধগুলো ছিল তোমার প্রতি তাদের।


বার্তাগুলো আনার সময় ঠিকানা চাইলে তারা বলেছিল তুমি নাকি তাদের অনন্তকাল ধরেই চিনো,
তাই রক্ত খামের উপর কোন ঠিকানা না পেয়ে তুমি বিচলিত হয়োনা। …
♥ ♥ ♥


রচনাকাল …
২৩-০১-২০১৩
০১ am