রক্তুচক্ষু শীতলতায় বরফ হয়ে মাড়িয়ে যাচ্ছে জ্বলজ্বলে লাল অদৃশ্য অনুভূতি যত।


খন্ড বিখন্ডে বিলীন সব মরচে পড়া স্মৃতির দৃশ্যপট যার জন্মদাত্রী তুমিই ছিলে।


লম্বা সরু হালকা ঝাপসা আলোর সরল পথটি স্পষ্ট দু'অক্ষে প্রতীয়মান যার মাঝ দিয়ে তুমি অবিরাম হেটে একটু একটু করে যাচ্ছ দূরে সরে আমাই একা রেখে ফেলে।


হঠাৎ এক কষ্ট ঝরা আবেগি কন্ঠে আমি চিৎকার করে বললাম
"এত দূরে কোথায় যাচ্ছ আমাই ফেলে একা ?"


হ্যাঁ ঠিকই তোমার কর্ণপাত হয়েছে আমার আর্তনাদের ডাক যা সোজা গিয়ে ফোড়েঁছে তোমার হৃদয়ে আমার এই ব্যাকুল আকুলতার আহবান।


মুহূর্তেই তুমি থমকে ফিরে তাকালে আমার দিকে,
তুমি জানতে আমি তোমার উত্তরের অপেক্ষায় বিভোর ছিলাম অপলকতায়।


নিশ্চুপে করুণ চাহনীর মর্মস্পর্শী দৃষ্টিতে চেয়েই আছ আমার দিকে কিন্তু অবশেষে উত্তর দিলে তোমার আঁখি থেকে গড়িয়ে পড়া,
"এক ফোঁটা অশ্রু"


তারপরেই মিশে গেলে তুমি ঐ আলোর মাঝে হারিয়ে গেলো তোমার অস্তিত্ব আর নির্বাক করে গেলে আমার জীবন -
♥ ♥ ♥


রচনাকাল …
০৫-০১-২০১৩
১২ am