এভাবেই এই নগরীর প্রান্তরে নিত্য সন্ধ্যা নামে বেঘুরো,
তুমুল আঁধার চিড়ে চিড়ে সওয়ারী হয় বর্ণিল সোডিয়াম ল্যম্পপোস্ট।


হ্যাঁ, এখানেই প্রতিনিয়ত এই শহরে বেড়ে উঠে উষ্কশুষ্ক প্রমোদে,
বস্তা পিঠে ছুটে চলা ঐ অহরহ অপত্যের নিষ্পাপ দল।


হ্যাঁ, এখানেই দিব্যি আরোহী হয় ভুরি ভুরি, অভিজাত্যের চকচকে সমারোহের বহর,
প্রকান্ড বিলাসিতার প্রচন্ড করতালীতে মুখরিত হয়, যেসব বহরের অভিলাষী মন।


ঠিক এখানেই নেত্র বুজে সচিত্র করা যায়, জীবনের পৃথক পৃথক জয়গান,
এখানেই বদ্ধ চিত্তে অনায়াসে উপলব্ধি হয়, জীবনের ভিন্ন অজস্র সংজ্ঞা।


এভাবেই এই অঞ্চল হারহামেশাই প্রজ্জ্বলিত হয়, সূর্য আর কৃত্রিম প্রখরতায়,
এভাবেই অনন্ত লিপিবদ্ধ হয় এই নগরে, ভিন্ন অভিন্ন সহস্র জীবনের বৈষম্যের কালের যত অমোঘ উপন্যাস।


রচনাকাল-
সমুদ্র সৈকত, লাবণী, কক্ִসবাজার।
2015.Apr.15_09.45 রজনী।