শূণ্য অভিযোগে আমি নতভ্রষ্ঠ তোমার কাছে।
মিথ্যে অভিপ্রায় তোমার মেলেছে বিস্তীর্ণ ডানা অবিশ্বাসের দূর্গম বক্ষে।
পাবেনা, পাবেনা আর তুমি আমায় ঐ প্রেম ঠাসা দৃষ্টির সীমানায়।
এই হৃদয় মিশে গেছে অদৃশ্য কোন গগনের দিগন্তের নীরদের পৃষ্ঠে।
অক্ষুন্ন প্রেমে জরাজীর্ণ অন্তর ত্যাগ করেছে সব'টা স্বপ্নের বাতিঘর।
ভালো থেকো…


রচনাকাল -
2013·Aug·22_03·15·রজনী।