বিষাদের হস্তখানা কেটে কুচি কুচি করেই তবে মৃত্তিকায় সমর্পন করবো,
অবরুদ্ধ মনন থেকে উপড়ে ফেলতে এ ছাড়া আর কোন অবকাশ নেই।


প্রত্যাশার ক্ষণ মর্মতলের দুয়ারে কড়া নেড়ে গেছে কত শত বহুবার,
তবুও হিংস্রতার নিশ্ছিদ্র বিচরণে ফিরে গেছে সব'টা সুখ রক্তক্ষরণ হৃদয়ে।


আর কতকাল এই কালো শহরের নির্জন পথে নিঝুম হয়ে থাকা নির্বাক পথিকের মত,
চেতনার মঞ্চে মঞ্চস্থ যত মিথ্যে অভিনয় সবই জানি বিনাশের নাটক।


এবার ভেদ করে এড়িয়ে যাবো গহীনে পুতে থাকা যত আছে নির্দয় বিষাদের বাসস্থল,
তবেই হাতড়ে নিবো এক এক করে প্রেমের সব-ক'টা পরম অতৃপ্তহীন মোহ।
▪▪▪


রচনাকাল …
04-07-2013
02:50 am