অনড় স্তম্ভিত নিশি পাখা মেলেছে,
আমার বিষাদের চাঁদরে।


তমসার বুক চিড়ে কেবল বয়েই আসছে,
হিংস্রতার হাওয়া।


দৃষ্টির আলো ক্রমশই ক্ষীণ হয়ে আসছে,
বিরহী পিন্ডের সাথে মিতালি করে।


বহুব্রীহি,
তুমি একটু হলেও দেখা দাও,
নইলে সদ্য ফোঁটা মৃত্যু পুষ্প আমায় বরণ করে নিবে।


বিষাদের মর্মতলে নিমিষেই বিলুপ্ত হবো,
অতৃপ্ত প্রেমের আগন্তুক হয়ে।


নিশ্চিহ্নের যবনিকা সব'টাই প্রস্তুত,
এখন কেবল প্রতীক্ষা তোমার।


অনুতপ্তের সাগরে ভেসে ডুবতে যেওনা আমার কাছে কখনোই,
যদি আজ না ফিরে এসো।


স্মরণ রেখো বিচূর্ণ স্বপ্নের ধ্বংসযজ্ঞে আমায় কখনো খুঁজতে যেওনা,
যদি আজ আমায় না ছুঁয়ে যাও।
▪▪▪


রচনাকাল …
28-08-2013
12:46 am